UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে পোল্ট্রি সামগ্রীতে কোন বাধা নেই

usharalodesk
জুন ৩০, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার (২৯ জুন) মন্ত্রী পরিষদ বিভাগ হতে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদিত পণ্য মুরগীর ডিম-জীবন্ত বাচ্চা, মাংস, দুধ, মাছ, পশুখাদ্য, ঔষধ, কোরবানীর গরু-ছাগল, শিল্পের উপকরণসহ এর উৎপাদন, সরবরাহ, যাতায়াত ও বিক্রয়কে বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হয়েছে।
প্রানিসম্পদ অধিদপ্তর কর্র্তৃক জারিকৃত পরিপত্রে পোল্ট্রি-ডেইরী-মৎস্য শিল্পের উৎপাদিত পণ্যের উৎপাদন সরবরাহ-যাতায়াতে কোন প্রকার বাঁধা না দিয়ে সহযোগিতার জন্য স্ব-স্ব জেলার প্রশাসনকে বিধি-নিষেধকে স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষ্যে মন্ত্রণালয় নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।  নির্দেশনা মেনে স্থানীয় প্রশাসন কর্তৃক ঘোষিত লকডাউন প্রতিপালনে মাঠ পর্যয়ে সতর্কতার সাথে সম্পন্ন করতে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ এসেসিয়েশন কেন্দ্রিয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, কেন্দ্রিয় কমিটির প্রেসিডেন্ট শাহ হাবিবুল হক, সেক্রেটারী জেনারেল ডাঃ মনজুর মোরশেদ খান, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রিয় প্রচার-প্রকাশনা পরিচালক, খুলনার মহাসচিব প্রানি প্রেমী এস. এম. সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)