UsharAlo logo
শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউন মানছে না তেরখাদার উৎসুক জনতা

usharalodesk
এপ্রিল ৫, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। উপজেলা প্রশাসন তৎপর থাকলেও লকডাউনের মধ্যেও সকাল থেকে তেরখাদা উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। বিশেষ করে তেরখাদা, কাটেংগা ও জয়সেনা বাজার সহ সদরের আশপাশে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। করোনা পরিস্থিতিতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরি কাজ ছাড়া বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানচ্ছেন না সাধারণ উৎসুক জনতা। স্বাভাবিক দিনের মতোই লোকজন দিব্যি আরামে ঘুরাফেরা করছেন। তাদের অনেকের মুখেই নেই মাস্ক। হোটেল থেকে খাবার কেনা যাবে কিন্তু বসে খাওয়া যাবে না এমন নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া নিত্যপ্রয়োজনীয় বা অতি জরুরি নয়, এমন দোকানপাটও খোলা রয়েছে। উপজেলার দোকানপাট খুলেছে, চলছে মাহেন্দ্র, ইজিবাইক, লেগুনা, সিএনজি, অটোভ্যান। জনসমাগমের কারণে রাস্তায় দেখা দিয়েছে যানজট। মাহেন্দ্র ভাড়া করে অনেকে তেরখাদা থেকে খুলনা, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা উপজেলায় যাতায়াত করছেন। লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভ্রাম্যমাণ আদালত মাঠে নামলেও তাতে কাজ হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালত চলে গেলে সে এলাকায় আবার লোকজন রাস্তায় নামছেন।এমতাবস্থায় লকডাউনে সড়ক ও বাজারে লোক সমাগত ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করেছে সচেতন মহল। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, সরকারের নির্দেশনা ও মাস্ক পরা নিশ্চিত করণ, স্বাস্থ্যবিধি সহ সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনগনকে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদাতের অভিযান চলছে। এর পরও কেউ সরকারি নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)