UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শরণখোলায় হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন- শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও একই গ্রামের ইসমাইল হাওলদারের ছেলে রেজাউল হাওলদার (২২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সমযে় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টাকালে হরিণের মাংসসহ ২ পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো- এম. এইচ)