UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শহিদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভা

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

                      ভয়ভীতি দখেয়িে ক্ষমতায় চরিস্থায়ী থাকার
                         চেষ্টা করলে চরম ভয়াবহ পরিণতি হবে

আসুন, মানুষের মৌলিক অধকিার ভোটাধকিার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি উল্লেখ করে খুলনা বএিনপি নেতারা বলছেনে, সরকার পুল দিয়ে নেতার্কমীদরে গ্রফেতার করে কারাগারে আটক রেখে,ভয়ভীতি দেখিয়ে চরিস্থায়ী ক্ষমতায় থাকার চেষ্টা করলে চরম ভয়াবহ পরিণতি হব।

ফ্যাসস্টি সরকার মনে করছে যে তারা উন্নয়ন গল্প শুনিয়ে টিকে থাকবে। কিন্তু সেটি আর না।  বুদ্ধিজীবী ও মুক্তযিদ্ধারা চেয়েছেলিনে গণতান্ত্রকি স্বাধীন বাংলাদেশে। কিন্তু দুঃখরে বিষয়, বাংলাদশেে গণতন্ত্র মৃত।

আজকে আমরা কোন বাংলাদশেে আছি এখানে ভিন্নমতের কথা বলার সুযোগ নেই। বর্তমানে সরকার দেশে বাকশাল কায়মে করতে মথ্যিা ও গায়বেি মামলা দচ্ছি।গুম-খুন করছ।বাংলাদেশের মানুষ চায় পাঁচ বছরে একবার ভোট দিতে।তারা নিজেরা জনপ্রতনিধিি নর্বিাচতি করতে চায়। কিন্তু ওই ভোটাধকিার গলে কোথায়?

বৃহস্পতবিার (১৪ ডসিম্বের) বলো ১১টায় শহিদ  বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কেডি ঘোষ রোডস্থ  বিএনপি র্কাযালয়ে খুলনা মহানগর ও জেলা  বিএনপির আলোচনা সভায় বক্তারা এসব কথা বলনে। মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমানের সভাপতত্বিে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলনে, দেশের মানুষের ভোটাধকিার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বিএনপি শান্তপূর্ণ আন্দোলন র্কমসূচি পালন করছ।ইতোমধ্যে জনগণ এই সরকারকে প্রত্যাখান করছে। ৭ জানুয়ারি নির্বাচন হবে না। ভোট হয়ে গেছে। ৭ জানুয়ারি শুধু ফলাফল ঘোষণা করবে। আমরা সত্যের পথে আছি।জনগণরে সাথে আছ।আমাদের বিজয় হবইে, ইনশাআল্লাহ।

সভায় বক্তারা আরো বলনে, ৭১ সালে যে চেতনা ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়ছেলি ওই গণতন্ত্র আজ নেই। আমরা আজও গণতন্ত্র পুনরুদ্ধাররে জন্য আন্দোলন করছ। এই আন্দোলনে জয়ী না হলে দশেরে র্সাবভৌমত্ব বলে কিছু থাকবে না।

পুলিশের অব্যাহত গ্রেফতার অভিযান, বিএনপি কার্যালয়ের আশপাশরে সাদা পোশাকের পুলিশের নজরদারি উপক্ষো করে দলীয় কার্যালয়ের আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠানে বিএনপি নেতারা অংশ গ্রহন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সয়ৈদা রহেনো ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, এ্যাড. চৌধুরী তৌহদিুর রহমান তুষার, নাসরি খান, মজিানুর রহমান মলিটন, আক্কাস আলী, এড. তছলমিা খাতুন ছন্দা, এড. শহিদ, জাহদিুর রহমান, জাহাঙ্গীর হোসনে, নঘিাত সীমা, ফানজি ফাতমো নুপুর, লুবনা আক্তার বউিট,ি সুজনা জলি প্রমূখ।

শহিদ  বুদ্ধিজীবী দবিস উপলক্ষ্যে বৃহস্পতবিার র্সুয্যদ্বয়রে সাথে সাথে মহানগর ও জলো বএিনপি র্কাযালয়সহ থানা, উপজলো ওর্য়াড র্কাযালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা র্অধঃনমতিকরণ করা হয়। এছাড়া সকাল ৭টায় গল্লামারীস্থ স্মৃতসিৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুর্স্পাঘ র্অপণ করা হয়। আলোচনা সভা শষেে শহীদ  বুদ্ধিজীবী, শহীদ রাষ্ট্রপতি জয়িাউর রহমান বীর উত্তমসহ সকল শহিদের আত্মার মাগফরোত কামনায় এবং বিএনপি চেয়ারর্পাসন বেগম খালদো জিয়ার আশু সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনায় দোয়া করা হয়।