UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ আবু সুফিয়ান (বীর প্রতিক) ৫০তম শাহাদাৎবার্ষিকী : নগর  যুবলীগের কর্মসূচি

koushikkln
ডিসেম্বর ২৮, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আবু সুফিয়ান (বীর প্রতিক) এর ৫০তম শাহাদাৎবার্ষিকী ২৯ ডিসেম্বর। তিনি ১৯৭২ সালের এই দিনে মাত্র ২৯ বছর বয়সে খুলনা যশোর রোডের মহসিন মোড়ে অফিস থেকে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে শহীদ হন। তার সহ ধর্মিনী বেগম মন্নুজান সুফিয়ান বর্তমানে খুলনা-০৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বরত রয়েছেন।
আবু সুফিয়ান ১৯৬৬-৬৭ সালে শাহ মাখমুদ হলের ছাত্র সংসদের ভিপি ছিলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা জেলা শাখার শ্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪২টি ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময়ে বহুবার দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বের অবদান স্বরূপ বাংলাদেশ সরকার তাকে (বীর প্রতিক) খেতাবে ভূষিত করেন।
ছাত্র জীবনে তিনি সরকারি বিএল কলেজ ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন। তিনি ১৯৪৩ সালের ১লা মার্চ চুয়াডাঙ্গায় জন্মগ্রহন করেন তিনি।
কর্মজিবনে তিনি খালিশপুর মহসিন কলেজ প্রতিষ্ঠা করে তিনি তার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যু বার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ ডিসেম্বর রাত ১২টা ০১ মিনিটে নগরীর মহসিন মোড়ে নির্মিত শহীদ আবু সুফিয়ান বেদীতে শ্রদ্ধা নিবেদন। ৩১ ডিসেম্বর শনিবার দুপুর ০৩টায় নগরীর নতুন রাস্তার মোড়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে নগর আওয়ামী লীগের দুই দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ। উপরোক্ত কর্মসূচি সফলে, নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।