ঊষার আলো ডেস্ক : ১৪ ডিসেম্বর বুধবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শহীদদের উদ্দেশ্য ১ মিনিট দাঁড়ায়ে নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মূল হোতা জামাত-শিবির-আল বদর বাহিনীর চৌধুরী মঈনুদ্দিনসহ চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে এবং জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড নারায়ণ সাহা, যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, যুব নেতা মৃত্যুঞ্জয় সরদার, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।