ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্ক পুকুরে শুক্রবার উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সন্ধ্যা ৬টায় শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সিটি মেয়র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং আগামীতেও এ ধরণের আনন্দমুখর প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে উল্লেখ করেন।
মৎস্য শিকার প্রতিযোগিতায় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন প্রথম, বিপ্লব বৈরাগী দ্বিতীয় এবং মহানগর যুবলীগের সদস্য মো: হাফিজুর রহমান হাফিজ তৃতীয় স্থান অধিকার করেন। সিটি মেয়র পুরস্কার হিসেবে ১ম স্থান অধিকারীর হাতে ৪৩ ইঞ্চি এলইডি টিভি, ২য় স্থান অধিকারীর হাতে স্মার্ট ফোন এবং ৩য় স্থান অধিকারীর হাতে হুইল সেট তুলে দেন। উল্লেখ্য, সর্বমোট ৩৫ জন মৎস্য শিকারী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম স্থান অধিকারী সুজনের মাছের ওজন চার কেজি ৭৫০ গ্রাম।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য ও মৎস্য শিকার আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর মো: আলী আকবর টিপুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাউন্সিলর মো: শামছুজ্জামান মিয়া স্বপন, মো: সুলতান মাহামুদ পিন্টু, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদারসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কয়েক হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করে।
২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সামসুজ্জামান মিয়া স্বপন বলেন,আগামী ৩ ডিসেম্বর বরসিতে বড় মাছ ধরা পড়বে। কারণ প্রথম দফায় ছোট ছোট মাছ আগেভাগে খাবার খেতে ছুটে আসে। ছোট মাছ ধরা শেষে বড় মাছ ধরা পড়বে। এমনটাই অভিমত অভিজ্ঞ মৎস্য শিকারীদের।