UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার :এমপি বাবু

koushikkln
জুলাই ৩১, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৬ পাইকগাছার কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রচলিত শিক্ষাকে যুগোপযোগী করতে নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। ফলে একদিকে যেমন শিক্ষার হার বেড়েছে, তেমনি অপরদিকে শিক্ষার মান বেড়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার মান বাড়াতে কাজ করছে উল্লেখ করে এমপি বাবু বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শত শত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার পাশাপাশি জাতীয় করণ করে সরকার শিক্ষার উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি রোববার (৩১ জুলাই) দুপুরে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমীর ৪তলা বিশিষ্ট নতুন একাডেমীক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ম্যানেজিং কমিটির সভাপতি ইবাদুল হক গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আকরাম হোসেন, প্রধান শিক্ষক শ্যামল কুমার মন্ডল, সাবেক প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, শিক্ষক এসএম নূরুর ইসলাম, আনিছুর রহমান, সরোজিত মন্ডল, রাফেজা খাতুন, হরিপদ মন্ডল, মাওঃ হাবিবুর রহমান, আহাদুজ্জামান সোহাগ, ইফতেখারুল আলম, রাজিবুল হক, সঞ্জয় মন্ডল, শচীন্দ্রনাথ, আয়েশা খাতুন, মনোতোষ সানা, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, কেডি বাবু, আকরামুল ইসলাম, নাজমা কামাল ও শিবলী সাদিক।