পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহ্যবাহী শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, বিশেষ স্মরণিকা প্রেরণার মোড়ক উম্মোচন, পদক প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএম এ রাজ্জাক, কাজী জামান উল্লাহ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক নাজমিন নাহার, সোমা রায়, সুফল মন্ডল, তরুণ কান্তি মন্ডল, মাধুরী মন্ডল, মোমিন উদ্দীন, এস রোহতাব উদ্দীন আহমেদ, শিক্ষক জিন্নাতুন্নেসা পান্না, কবরী সরকার, সাংবাদিক এন ইসলাম সাগর, প্রজিৎ রায়, আফরা নাজলীন, মোনালিসা, সুলতানা রহমান হেনা ও পঞ্চানন সরকার। অনুষ্ঠানে সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক কে মরনোত্তর সাহিত্য সম্মাননা পদক প্রদান করা হয়।