UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু হত্যার দায়ে গরু গ্রেফতার

pial
জুন ৮, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ১২ বছরের এক শিশু হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের লেকস স্টেটের কাছাকাছি একটি খামারে। জানা যায়, ওই শিশুটিকে গরুটি এমনভাবে আক্রমণ করে যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা গরুর মালিককেও হেফাজতে রেখেছেন। তবে হত্যার দায়ে কোনো প্রাণীকে গ্রেফতার করা এই প্রথমবার নয়। এর আগে একটি বাচ্চা ভেড়াকে একই অভিযোগে গ্রেফতার করেছিল সুদানের পুলিশ। সাজা হিসাবে ভেড়াটিকে মিলিটারি ক্যাম্পে ৩ বছরের জন্য রাখা হয়েছে। অ্যাধিউ চ্যাপিং নামে এক মহিলাকে হত্যার অভিযোগে ভেড়াটিকে গ্রেফতার করা হয়েছিল।

সুদানের আইন অনুসারে, কোনো পশুর আক্রমণে কেউ মারা গেলে তার বিরুদ্ধে সাজার নির্দেশ দেওয়া হয় এবং সাজা খাটার নির্ধারিত সময় পার হলে সে পশুটিকে ক্ষতিপূরণ হিসাবে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এ প্রথা চলে আসছে সুদানে।

সূত্র- এনডিটিভি, জিও টিভি।

(ঊষার আলো-এসএইস)