UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শুভ বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কেএমপির সতর্কতা জারি

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

 আগামী ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করবে এবং ইংরেজি নববর্ষর প্রাক্কালে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে।

এ আনন্দ উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে।

সে কারণে মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতা বলে ১৯/১২/২০২৩ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার রাত ১২.০০ টা হতে শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমূখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো ও মশাল মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।