ঊষার আলো ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বটিয়াঘাটা উপজেলা কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নিত্যানন্দ মহালদার এর সভাপত্তিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের পূনঃ নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা¡ শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিকবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলেন নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। তিনি আরও বলেন শেখ রাসেল একটি অনুভুতির নাম তাই, আজকের কোমলমতি শিশুদের শেখ রাসেলের জীবনী সম্পর্কে জানতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, ডাঃ প্রশান্ত রায়, খুলনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়, নুর হাসান জনি, ছাদিকুর রহমান সোহেল, ভগবতী গোলদার, রুমা খাতুন, মারিয়া রেজা জুলি, ঈতিশা মন্ডল, রাশেদ সরোয়ার সুমন, জহুর শেখ, খুলনা জেলা ছাত্রলীগ নেতা চিশতি নাজমুল বাসার স¤্রাট, আজম হোসেন, ইসমাইল মৃধা ইমন, মিঠুন রায়, পবিত্র দাস, আরাফাত গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।