ঊষার আলো ডেস্ক : খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের পুন:নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদকে খুলনা জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে বুধবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় খুলনা জেলা পরিষদ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি জামিরুল হুদা জহর, সহ-সভাপতি শেখ আশরাফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছবুর শিকদার, বিধান চন্দ্র রায়, মাহাফুজুর রহমান রাজু, নুরে আলম দিপু, জাহিদ হোসেন, বনি আমিন সোহাগ, নুর ইসলাম, আব্দুল্লাহ আল কাফি, আলি হোসেন, শেখ রিয়াজ উদ্দিন, কাবুল প্রমুখ।