UsharAlo logo
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে : রিজভী

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসর শিল্প মালিকেরাই কৃত্রিম সংকট তৈরি করে গার্মেন্টস সেক্টরে অস্থিরতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নতুন রিকশা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এখনো প্রশাসনে শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করতে গোপনে ষড়যন্ত্র করছে।

এসময় আওয়ামী লীগের হয়ে নিপীড়কের ভূমিকা নেওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের দাবি জানান রিজভী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।