UsharAlo logo
সোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে রোগী পরিবহন এ্যাম্বুলেন্স সেবা যুগান্তকারী পদক্ষেপ

pial
নভেম্বর ১৭, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগী পরিবহনে এ্যাম্বুলেন্স সেবা একটি যুগান্তকারী পদক্ষেপ।

এটি গ্রাম অঞ্চলের মানুষের সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। গ্রাম অঞ্চলের লোকজন এই এ্যাম্বুলেন্সের মাধ্যমে খুব সহজেই কমিউনিটি ক্লিনিক, উপজেলা পর্যায়ের হাসপাতালে স্বল্প খরচে রোগী পরিবহন সুবিধা পাবে। বিগত দিনে এলাকার স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফল উপজেলাবাসী সুফল পাচ্ছেন।

গত বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা পরিচলন ও উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগও জাইকার সহায়তায় এ এ্যাম্বুলেন্স হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, দক্ষিণ বেদকাশী ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম খান, উপজেলা প্রানী সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ সুদিব বালার হাতে নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবুু এমপি।

(ঊষার আলো-এফএসপি)