ঊষার আলো ডেস্ক : জাতির পিতার অতুলনীয় অবদান ও তার জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, ‘বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা শুধু ব্যক্তি মুজিবুর রহমানকে হত্যা করেনি, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে।, ‘ঘাতকেরা বাঙালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি মুছে ফেলতে পারেনি তেমনই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখা নিভিয়ে দিতে পারেনি।’তিনি আরও বলেন, শোকের এই মাসে জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে। জাতির পিতার নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে জাতির পিতার ‘সোনার বাংলা’ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
সোমবার (২২ আগস্ট) বিকালে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে মহেশ্বরীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম ইব্রাহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবনিশ কুমার সরদারের সঞ্চালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, সহ-সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. চয়ন রায়, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, প্রভাষক শাহনেওয়াজ শিকারি, আব্দুস সামাদ গাজী, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শামীম সরকার, মাসুদুর রহমান,পঙ্কজ সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তাইফুর রহমান তুহিন, ইসমাইল হোসেন, জুবায়ের হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।