UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রম প্রতিমন্ত্রী খুলনা আসছেন

koushikkln
জুলাই ৭, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১০ দিনের সফরে ৮ জুলাই শুক্রবার খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৮ থেকে ১৩ জুলাই পর্যন্ত খুলনার স্থানীয় জনগণের সাথে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করবেন। তিনি ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় দৌলতপুর বিজেএ ভবনে মহেশ^রপাশা ক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ১৪ জুলাই সন্ধ্যা সাতটায় দৌলতপুর বিজেএ ভবনে বিজেএ’র সভায় যোগদান করবেন। তিনি ১৫ জুলাই বিকেল চারটায় দৌলতপুর মহসিন মহিলা কলেজ চত্বরে দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দৌলতপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডের মৃত নেতৃবৃন্দের স্মরণে দোয়া মাহফিল, স্মরণসভা ও পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।

তিনি ১৭ জুলাই দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।