UsharAlo logo
বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হলেন মমতাজ বেগম

pial
অক্টোবর ১১, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ প্রতিযোগিতার বাছাইয়ে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন ইউএনও মমতাজ বেগম। শিক্ষার মান উন্নয়ন, ঝরেপড়া রোধ সহ প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্মরূপ ইউএনও মমতাজ বেগমকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য নির্বাচিত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পদকের জন্য অর্জিত কৃতিত্ব প্রাথমিক শিক্ষা পরিবার সহ পাইকগাছাবাসীর জন্য উৎসর্গ করেছেন ইউএনও মমতাজ বেগম।

এদিকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ইউএনও মমতাজ বেগমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক নিউটন রায়, নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সহ-সভাপতি ইলিয়াস হোসেন।

(ঊষার আলো-এফএসপি)