UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্র এখনো থেমে নেই: আমিনুল হক

usharalodesk
ডিসেম্বর ৩১, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বালাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা আছে দেখেই ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই।

আমিনুল হক বলেন, আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনের জায়গাগুলোতে বসে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু আমরা যে গত ১৭ বছর এবং গত জুলাই আগষ্টে আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে দেশ স্বৈরাচার মুক্ত করলাম;এখনো যদি আমাদেরকে আবারও সেই যড়যন্ত্রের মুখোমুখি হতে হয়,তাহলে আমরা কেনো এতো বছর যুদ্ধ ও সংগ্রাম করলাম?

আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, এটা আমাদের জন্য সামনে কোন সুখকর কিছু বয়ে আনবে না।

আমাদেরকে আরও কঠিন পথ পারি দিতে হবে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের সকলের বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও সংগ্রাম ও প্রয়োজনে যুদ্ধ  করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা-সেই প্রত্যাশা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। অনেক ঘাটতি রয়ে গেছে।

তিনি বলেন, একটি ইসলামি দলের নেতা সম্প্রতি বলেছেন, তারা চাঁদাবাজি দেখতে চান না। আমরা বলতে চাই-চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি। কারণ, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁদাবাজি, দখলদারি, লুটপাটের বিষয়ে গত ৫ ই আগষ্টের পর থেকে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি অন্য কোন দলের মতো না। বিএনপি সবসময় এদেশের মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে।

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহ্ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা বিএনপি নেতা মাহফুজ হোসেন সুমন, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালামসহ প্রমুখ।

ঊষার আলো-এসএ