খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসের অফিস সহায়ক ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল করিম রাঢ়ী (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
অপর এক বিবৃতিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রাশেদুজ্জামান শুভ’র পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।