UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে খুলনা বিএনপির আহবান

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত আজকের দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল করতে খুলনাবাসিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা বিএনপি।

সোমবার বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, ২৮ অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত খুলনার সাড়ে ৪শতসহ সারাদেশে ২১ হাজার ৮৩৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

মামলা হয়েছে ৬২৫টির অধিক। মৃত্যু হয়েছে একজন সাংবাদিকসহ ২২ জনের। সারা দেশে এক হাজারেরও বেশি নেতাকর্মীর বাড়িতে পর্যন্ত হামলা হয়েছে। এছাড়া গণগ্রেফতার চলছে।

এতকিছু করার পরও ঢাকার বিজয় র‌্যালিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্রোত প্রমান করেছে আগামীতে চলমান কর্মসূচি আরও তীব্র হবে। আর এই কর্মসুচির মধ্যদিয়ে মাফিয়া সরকারের পতন নিশ্চিত করেই সবাই ঘরে ফিরবে।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের মামলা-হামলা, দমন-নিপীড়নের মধ্যেও ফ্যাসিস্ট ও দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির কর্মসুচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

অমানবিক নির্যাতন, রাষ্ট্রীয় সন্ত্রাস, দমন-নিপীড়ন করে মানুষের প্রতিবাদকে যে বন্ধ করা যায় না শনিবারের বিজয় র‌্যালিতে জনতার ঢল তারই প্রমান।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

উল্লেখ্য, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপি সোমবারের হরতাল প্রত্যাহার করে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসুচি ঘোষনা করে।