UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সদর থানা স্বেচ্ছাসেবক দলের শোক বিবৃতি

ঊষার আলো
জুলাই ১৭, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের মাতা ও জাতীয়তাবাদী যুবদল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এস এম কামাল হোসেনের মাতা তানজিলা বেগম (৬৩) ১৬ জুলাই (শুক্রবার) আনুমানিক ভোর ৫টায় নিজ বাড়িতে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)।
এছাড়া, গাজী সালাউদ্দিনের পিতা আলহাজ্ব আহম্মেদ হোসেন গাজী (৮৯) বৃহঃস্পতিবার বিকাল ৫টায় কোভিড-১৯ (করোনা ভাইরাসে) রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)।।
তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর থানা স্বেচ্ছাসেবক দল। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীবসহ সকল নেতৃবৃন্দ।

(ঊষার আলো-আরএম)