UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সদ্য প্রয়াত রহমত সরদারের রুহের মাগফিরাত কামনায় নগর ছাত্রলীগের দোয়া

usharalo
মার্চ ১০, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সদ্য প্রয়াত রহমত সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।
বুধবার (১০ মার্চ) আসর গোবরচাকা পল্লীমঙ্গল মাদ্রাসা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মো ফারুখ হোসেন হিটলু, নির্বাহী সদস্য এসএম আকিল উদ্দীন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, থানা আওয়ামী লীগ নেতা রাজুল ইসলাম রাজু, সোহেল পারভেজ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহিদুর ইসলাম, প্রয়াত রহমত সরদারের পিতা মোঃ গফুর সরদার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, দিদারুল আলম, লাবিব হোসেন মিথুন, মেহেদী হাসান সুজন, মাহামুদুল ইসলাম সুজন, কামুরুজ্জামান ইমরান, তায়েজুল ইসলাম তাজ, তরিকুল ইসলাম তুফান, আহনাফ অর্পন, পারভেজ শিকদার, শংকর কুন্ডু, রুমান আহমেদ, রুবেল আহমেদ, পিয়াল হাসান, অভিজিৎ সরকার রাহুল, চয়ন চৌধুরি, সাইফুল ইসলাম মিরাজ, রায়হান শিকদার, আলমিন হোসেন প্রমুখ। দোয়া শেষে আগত মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।