UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পা ঢালীকে হত্যার সুষ্ঠ বিচারের দাবীতে মোংলায় মানববন্ধন

pial
জুলাই ১৯, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি (মোংলা) : মোংলার মিঠাখালি ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার মৃনাল কান্তি ঢালী এর মেয়ে সম্পা ঢালী (৩৪) কে স্বামী কর্তৃক নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে মোংলা পোর্ট পৌর সভার সামনে নিহত সম্পা ঢালীর পরিবারবর্গের আয়োজনে সম্পার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এ মানববন্ধন আয়োজন করে।

মানবন্ধনে বক্তব্য নিহতের বাবা বলেন, আমার মেয়েকে যে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে সুষ্ঠ বিচারের দাবী জানাই।

এর আগে গতকাল (১৮ জুলাই) পিরোজপুর প্রেস ক্লাবে মেয়েকে হত্যা ও ঘাতককে গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়।

উল্লেখ্য, গত ২০/০৯/২১ইং মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নে দত্তেরমেঠ এলাকার মৃনাল কান্তি ঢালীর মেয়ে সম্পা ঢালী (৩৪)’র সাথের বিবাহ হয় মোড়েলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের সুতালড়ী এলাকার প্রফুল্ল শিকদারের ছেলে পীযুষ কান্তি সিকদার (৪২) এর।

কিন্তু হঠাৎই গত ২৮ জুন গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে সম্পা ঢালী। সম্পার পরিবারের দাবী তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)