ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, অবৈধ নিশিরাতের সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামাতেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের ছত্রছায়ায় একটি কুচক্রী মহল সাধারণ জনগণকে জিম্মি করে তাদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। খুলনা মহানগর বিএনপির নবনির্বাচিত আহবায়ক কমিটির সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (৭ মার্চ) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির ১নং হলরুমে ফোরামের সভাপতি এড. মাসুদ হোসেন রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মনা বলেন, যারা পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একটি ফ্যাসিবাদি রাষ্ট্র তৈরি করেছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তাদের পদত্যাগের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি প্রতিনিধিত্বকারী সংসদ এবং সরকার গঠন করা হবে। তাহলে সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। জাতির ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে। মহানগর বিএনপির আহবায়ক রাজনৈতিক উদ্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলায় ট্রায়াল চলছে অথবা চার্জশিট হয়েছে সেসব মামলা সুচারুভাবে পরিচালনা করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, তৈয়বুর রহমান, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সদস্য খন্দকার হাসিনুল ইসলাম নিক। আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এড. এস আর ফারুক, এড. কানিজ ফাতেমা আমিন, এড মোল্লা মো. মাসুম রশীদ, এড. তসলিমা খাতুন ছন্দা, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. শফিকুল ইসলাম জোয়ার্দ্দার খোকন, এড. কামরুন নাহার হেনা, এড. জাহানারা পারভীন, এড. সাইফুল আলম সুজন, এড. এম এম তৌহিদুজ্জামান, এড. শেখ রফিকুজ্জামান, এড. হালিমা আক্তার খানম, এড. এস্কেন্দার, এড. বজলুর রহমান রাজাসহ অনেকে।