UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত

usharalodesk
জুলাই ২৭, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বর্তমান সরকার দিশেহারা হয়ে জনরোষ থেকে বাঁচতে বিরোধী রাজনীতির ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিবৃতিতে তিনি বলেন, সরকারের মন্ত্রীগণ আন্দোলনকারী ছাত্রদের মোকাবেলার জন্য ছাত্রলীগই যথেষ্ট বলে ঘোষণার পর থেকেই সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলা শুরু হয়। সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর কারণে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। জনগণের ক্ষোভ দমনের জন্য সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। সরকারের বিরুদ্ধে শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ অবস্থান নেওয়ায় সরকার দিশেহারা হয়ে ওঠে। জনরোষ থেকে বাঁচার জন্য জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিরোধী রাজনীতির ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।

ঊষার আলো-এসএ