UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আজিজ এর চাচার মৃত্যু; বিভিন্নমহলের শোক

koushikkln
আগস্ট ২০, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর ছোট চাচা মোঃ আব্দুল্লাহ সরদার(৫৫) আর নেই।

তিনি শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সময় পৌরসভার ৩নং ওয়ার্ড বান্দিকাটি গ্রামস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি……. রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫টায় ঘোষাল বান্দিকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, অহেদ আলী গাজী, সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম, প্রাক্তন অধ্যাপক এসএম লোকমান হাকিম, প্রভাষক আছাবুর রহমান শিমুল, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, এসএম সোহেল উদ্দীন, স ম আব্দুর রব, শিক্ষক আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান, মাওলানা আহম্মদ আলী, সায়েদ আলী গাজী ও আহম্মদ আলী গোলদার। জানাযা পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি জিয়াউর রহমান ও পাইকগাছা প্রেসক্লাব এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।