ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগরীর বয়রা এলাকায় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সপ্তক’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৭ ডিসেম্বর (শনিবার) সন্ধায় বয়রা সাহিত্য সংসদ সংগীত একাডেমিতে কেক কাটা আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধার মধ্য দিয়ে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষির্কী পালন করা হয়।
সংগঠনের সভায় পীযুষ গোমস্তার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ অধিকারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম মল্লিক, উপদেষ্টা হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সাব্বির, সরকারি বি এল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মীনাক্ষী সেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রন্থাগার সম্পাদক তমা রায়,অর্থ সম্পাদক মিতালী রায়সহ শতাধিক অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, ২০১৮ সালে ১৬ ডিসেম্বর কিছু সংস্কৃতিমনা ও প্রগতিশীল মানুষদের উদ্যেগে সপ্তক সাস্কৃতিক ও সামাজিক সংগঠনের পথচলা শুরু হয়। জন্মলগ্ন থেকে মুক্তিযোদ্ধের চেতনা, আদর্শ ও বাঙ্গালি সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে।