সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় স্থানীয় প্রশাসনের ঘোষিত চলমান লকডাউন চতুর্থ মেয়াদে সাত দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ১ জুলাই রাত ১২টা পর্যন্ত এই মেয়াদকাল থাকবে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৫টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, সাতক্ষীরায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় করোনা প্রতিরোধ কমিটির সভায় চলমান লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ কমিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে।এদিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজের মেঝেতে চলছে চিকিৎসা। সেখানে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটি প্রথম পর্যায়ে ৫ জুন থেকে সাত দিন জেলাকে লকডাউন ঘোষণা করে। পরবর্তীতে ১১ জুন ও ১৭ জুন এই লকডাউনের মেয়াদ সাত দিন করে বৃদ্ধি করা হয়েছিল।
(ঊষার আলো-এমএনএস)