UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে জেএমআই হসপিটাল

pial
এপ্রিল ১৬, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৩ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

আর বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.৩০ টাকা, আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬.১০ টাকা অথবা ৪৫.৬১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির ১১.৪৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১০.১৫ শতাংশ, সোনালী পেপারের ৮.৫০ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৮.৪৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৭.৫৯ শতাংশ, সিটি ব্যাংকের ৫.৫৮ শতাংশ, ফার্ম এইডসের ৫.৫৬ শতাংশ, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৮ শতাংশ ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৫.২১ শতাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।

(ঊষার আলো-এফএসপি)