UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

pial
এপ্রিল ৩০, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ইন্তেকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি বলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশের সফল সাবেক অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা, মন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিক, লেখক, গবেষক, রাজনীতি ও পরিবেশবিদ হিসেবে দেশে-বিদেশে সমধিক পরিচিতি ও সুখ্যাতি লাভ করেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে একাধিকবার দেশের বাজেট উপস্থাপন করে তিনি রেকর্ড স্থাপন করেন। দেশের অর্থনৈতিক বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

(ঊষার আলো-এফএসপি)