UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সার্জেন্ট মুনসুর পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচিত

koushikkln
নভেম্বর ৭, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :  খুলনা পল্লীবিদ্যুৎ সমিতির ৬ নং পাইকগাছা এলাকার পরিচালক পদের  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ নভেম্বর) সকাল দশটা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাইকগাছা সরকারি কলেজে এ ভোট গ্রহন অনুষ্টিত হয় । নির্বাচনে মোট ৭০ হাজার ৮১৮ জন ভোটারের মধ্যে ৪৪৮ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে মাছ প্রতীকে  সর্বোচ্চ ৪৩২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুনসুর আলী সরদার। তার নিকটতম প্রতিদ্বন্দি মোড়ল মাহামুদ আসলাম(টেলিভিশন প্রতিক) ৭ ভোট, মোঃ জাহাঙ্গীর আলম(ছাতা প্রতিক) ৮ ভোট পেয়েছেন।
  নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছার ডিজিএম রেজায়েত আলী, কয়রার ডিজিএম সিদ্দিকুর রহমান।নির্বাচন পরিচালনা করেন  রিটার্নিং অফিসার ও উপ পরিচালক মসিউর রহমান, সহকারী প্রকৌশলী ইকরামুল ইসলাম, নিয়ামত উল্লাহ সরকার ও তারেক বিন আব্দুল মান্নান।