ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে বন্ধ রয়েছে আন্তঃব্যাংক লেনদেন। বন্ধ রয়েছে এক ব্যাংকের চেক অন্য ব্যাংক থেকে নগদায়ন করা এবং সঞ্চয়পত্র বিক্রি। অনেকেই ব্যাংকে গিয়ে সেবা না পেয়ে ফেরত গেছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক।
জানা গেছে, ১৩ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের দু’টি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় সার্ভার ডাউন হয়ে গেছে। এরপর থেকে আন্তঃব্যাংক চেক লেনদেনে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো সার্ভারের মধ্যে কিছু পুরাতন সার্ভারও আছে। পুরাতন সার্ভারের লোড ক্যাপাসিটি ধারণ ক্ষমতার অতিরিক্ত হলে তখন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার সংযোজন করতে হয়, সেই কাজই চলছে। আশা করছি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।
তবে আজকের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা। আর্থিক খাতে লেনদেনের অন্যতম বড় এ দুটি মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে।
(ঊষার আলো-এমএনএস)