UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সালাম মূর্শেদীর বিরুদ্ধে স্ত্রীসহ হামলা-ভাঙচুরের মামলা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও তার স্ত্রী শারমিন সালামসহ স্থানীয় আওয়ামী লীগের ২০৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। 

তেরখাদা উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে সোমবার রাতে তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৮ সালে তেরখাদার মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ছয় বছর পর ওই ঘটনায় আব্দুস সালাম মূর্শেদীসহ ২০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়।