UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিংড়ায় ট্রাকচাপায় একজন নিহত

usharalodesk
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় মো. রহিম আলী (৪৫) নামে অটোচার্জার ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম আলী উপজেলার কলম পুন্ডরি গ্রামের ওপেন আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে রহিম আলী গাছ কাটার উদ্দেশ্যে অটো চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জলারবাতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে নিহত হন রহিম আলী। এসময় আহত হন ভ্যানচালকসহ চারজন। এর মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঊষার আলো-এসএ