UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিপিবি’র উদ্যোগে কর্মহীন শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লকডাউনে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম চন্দন, সিপিবি নেতা কামরুল ইসলাম খোকন, যুব ইউনিয়ন নেতা জামসিদ হাসান জিকু, রামপ্রসাদ রায়, হরষিৎ মণ্ডল, মিঠুন মণ্ডল, মোঃ আশিকুজ্জামান প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ লকডাউন চলাকালীন কর্মহীন মানুষদের মাঝে সরকার ও বিত্তবানদের প্রতি খাদ্য ও অর্থ সহায়তা প্রদানের আহ্বান জানান।

(ঊষার আলো-এমএনএস)