ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা’র আজীবন বিপ্লবী, প্রবীণ নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড এস এম বাবর আলীর শোক সভা ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কামরুজ্জামান ননী, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড এড. এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড ফজলুর রহমান, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড এড. প্রীতিষ ম-ল, কমরেড প্রদীপ কুমার সাহা, কমরেড নূর আলম শেখ, কমরেড সুজিত সাহা, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, নাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড বাবর আলী ছিলেন একজন পার্টি নিবেদিত কর্মী একাত্তরের মুক্তিযুদ্ধে সংক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি আজীবন শ্রমজীবী মেহনতী মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে সমর্পণ করেছেন। তাঁর আদর্শকে আমাদের ধারণ করে দেশের সমাজতন্ত্রের বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য একসঙ্গে কাজ করে যেতে হবে।