UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিপিবি নেতা কমরেড মণ্মথ বিশ্বাসের পরলোকগমন

koushikkln
ডিসেম্বর ২৮, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সাবেক সভাপতি কমরেড মণ্মথ বিশ্বাস (৭০)  ২৭ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় দিঘলিয়া উপজেলাধীন রাধামাধবপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যু সংবাদ পেয়ে  ২৮ ডিসেম্বর ভোরে জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, সম্পাদকম-লীর সদস্য কমরেড মিজানুর রহমান বাবু, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড গাজী আফজাল, কমরেড শেখ সাইদুল ইসলাম, মিজানুর রহমান স্বপন, যুবনেতা মৌফারশের আলম লেনিন, সুখলাল বিশ্বাসসহ নেতৃবৃন্দ তাঁর বাড়িতে যান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকাল ১০টায় তাঁকে নিজ বাড়িতে সমাধিস্থ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, জামাতা নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অপরদিকে কমরেড মণ¥থ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সিপিবি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দের পক্ষে কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, দিঘলিয়া উপজেলা সভাপতি কমরেড শেখ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন প্রমুখ।

অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য এড. নিত্যাননদ ঢালী, খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ।