UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে পুঁজিবাজারের লেনদেন

usharalodesk
আগস্ট ১২, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার সূচকের ইতিবাচক ধারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে লেনদেন।

এদিন বেলা ১২টায় মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর পর ৭০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করে।

এছাড়াও ডিএসইর শরিয়াহ সূচক ১২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করে ১৪৫৬ ও ২৪২৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির ও কমেছে ১০৭টির এবং অপরির্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২২৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করে।

(ঊষার আলো-এফএসপি)