UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯.১ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

pial
অক্টোবর ১১, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক এক শতাংশ ছিল বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী জানান, ‘দেশের পণ্য ও সেবার দাম অনেক বেড়েছে। একা বাংলাদেশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব’।
অসাধু ব্যবসায়ীরা এই দুরবস্থার সুযোগে নিত্যপণ্য মজুদ করছে বলেও মন্তব্য করেন তিনি।

পণ্য সরবরাহের পথে কোনেও বাধা দেয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ‘নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’।

(ঊষার আলো-এফএসপি)