পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার সোলাদানা বাজারের সরকারি জায়গায় পাঁকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করার পর কয়েকদিন কাজ বন্ধ রাখার পর গভীর রাতে পুনরায় এলাকার দুই ব্যক্তি নির্মাণ কাজ শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন গিয়ে জানাগেছে, সোলাদানা ইউনিয়ন ভ‚মি অফিসের সামনে প্রধান সড়কের উত্তরপাশে এবং খেয়াঘাটের পূর্বপাশে সোলাদানা বাজারের সরকারি জায়গার উপর সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের শুকুর আলী সানার ছেলে দেলোয়ার সানা এবং সালাম সানার ছেলে বাদশা সানা চাচা-ভাইপো মিলে পাঁকা ঘর নির্মাণ করছে। নির্মাণ কাজ গত কয়েকদিন আগে শুরু করলেও বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান, এসিল্যান্ড সহ ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তাকে অবহিত করলে ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কয়েকদিন বন্ধ রাখারপর প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃহস্পতিবার গভীর রাতে পুনরায় নির্মাণ কাজ শুরু করে।
শুক্রবার (২৬ আগস্ট) বিকালে সরেজমিন গিয়ে দেখা যায় নির্মাণ কাজের সামনে আড়াল করে ভিতরে পাঁকা ওয়াল নির্মাণ করছে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মনোনীত বাজার ব্যবসায়ী ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি আব্দুর রউফ বিশ^াস জানান, হঠাৎ একদিন দেখি রাতের আঁধারে তারা পাঁকা ঘর নির্মাণ করছে।
বিষয়টি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, এসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা রেজওয়ানকে অবহিত করি। চেয়ারম্যানও ইউনিয়ন ভ‚মি কর্মকর্তাকে বিষয়টি জানায়। পরে ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেন। কয়েকদিন বন্ধ রাখার পর তারা আবার রাতের আঁধারে নির্মাণ কাজ শুরু করেছে।
নির্মাণ প্রসঙ্গে দেলওয়ার সানা জানান, পাকা ঘর নির্মাণের জন্য সরকারিভাবে স্বাভাবিকভাবে কোন অনুমোদন দেওয়া হয় না। কিন্তু ব্যবসা করার জন্য পাঁকা ঘর প্রয়োজন। এছাড়া অনেকেই নির্মাণ করেছে সেই হিসেবে আমিও নির্মাণ করছি।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, নির্মাণ কাজ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।