UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলে স্কুলে উৎসবের আমেজ

koushikkln
সেপ্টেম্বর ১২, ২০২১ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : অবশেষে দীর্ঘ দেড় বছর পর স্কুল খুলেছে। শিক্ষক ও শিক্ষার্থীরা ফিরছেন প্রিয় প্রতিষ্ঠানে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই মহানগরী খুলনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল উৎসবের আমেজ। নতুনভাবে রঙ করা হয়েছে স্কুল ভবনে। সাজানো হয়েছে ফটক। স্বল্প পরিসরে হলেও তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল আনন্দঘন পরিবেশ।

খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শেখ শাহরিয়ার উচ্ছ্বাসে কথা বলতেই পারছিল না। ‘স্কুলের প্রথম দিন। বন্ধুদের সাথে দেখা হচ্ছে। আ.. কী আনন্দ।’
দশম শ্রেণির শিক্ষার্থী আদনান আলম বলেন, দম বন্ধ হয়ে আসছিল। আজ খুব ভাল লাগছে। কতদিন স্কুলে আসিনি। সবকিছু নতুন নতুন লাগছে।

ঘুরে দেখাগেছে, খুলনা জিলা স্কুল ছাড়াও সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়, ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়, মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সেন্ট যোশেফ হাই স্কুল, লায়নন্স স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পদভারে মুখরিত। তবে তারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে স্কুলে প্রবেশ করেছে। বন্ধুদের সাথে দেখা হলেও নানা নিয়মের মধ্যে তারা কিছুটা সময় কাটিয়েছে।

এক শিক্ষার্থীর অভিভাবক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন পর স্কুল। আজ স্যাররা শুধু নিয়ম-কানুনের বিষয়গুলো বলেছেন। প্রতিদিন সব শ্রেণির ক্লাস হবে না। তারপরও বাচ্চারা স্কুলে এসেছে। এটাই বড় আনন্দ। তবে সবাইকে সর্তক থাকতে হবে।