UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেসরকারী জুটমিলের বীরমুক্তিযোদ্ধা শ্রমিকদের সংবর্ধনা

usharalodesk
মার্চ ১২, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেসরকারী জুটমিলের বীরমুক্তিযোদ্ধা শ্রমিকদের সংবর্ধনা ও শ্রমিক জনসভা ১২মার্চ শুক্রবার বিকাল ৪টায় সোনালী জুটমিল গেটে বেসরকারী পাট সূতা বস্ত্রকল ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী।

বক্তব্য রাখেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মোঃ নুর আলম, এম এ ওয়াহিদ মুরাদ, সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি , কাবিল আহম্মেদ, নিজামউদ্দিন, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, ডাঃ শাহাজান, আমির মুন্সি , সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস প্রমুখ। শ্রমিক জনসভায় নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী আদায়ের লক্ষে ঘোষিত ৬ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান। এ ছাড়া মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের নির্দিষ্ট সময় ঘোষনার দাবী জানান। শ্রমিক জনসভা শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেসরকারী জুটমিলের ১১ জন বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদের সংবর্ধনা প্রদান করা হয় ।