UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীর পরস্পরের বিরুদ্ধে ৬০ মামলা, হতবাক বিচারপতি!

pial
এপ্রিল ১১, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঘটনাটি ঘটে ভারতে। সেখানে দাম্পত্য কলহের জেরে ৩০ বছর সংসার জীবন শেষে এক দম্পতি পাল্টাপাল্টি মোট ৬০টি মামলা দায়ের করেছেন। পরস্পরের বিরুদ্ধে আদালতে এত সংখ্যক মামলা করে এখন আলোচনায় তারা। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৩০ বছর সংসারের পর তাদের বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে ১১ বছর হল। তবে নিজেদের মধ্যে অশান্তি কমেনি। আজও কোনো কারণে মতবিরোধ হলেই আদালতে মামলা ঠুকে দেন তারা। এই ৪১ বছরে পরস্পরের বিরুদ্ধে যে ৬০টি মামলা দায়ের করেছেন তা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এই ঘটনায় রীতিমতো হতবাক মামলার প্রধান বিচারক বিচারপতি এন ভি রামানা। তিনি বলেন, ‘কি আর করতে পারি! কিছু মানুষ ঝগড়া পছন্দ করেন। তারা আদালতে সময় কাটাতে চান। আদালত দেখতে না পেলে যেন তাদের ঘুমই হয় না।’
বিচারপতি কৃষ্ণা মুরারি ও হিমা কোহলিও এ বেঞ্চে ছিলেন। তাদের পক্ষ থেকে জানানো হয়, মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের এ বিবাদ মেটাতে হবে। এবং নির্দিষ্ট সময়েই তা শেষ করতে হবে। আর এর মধ্যে তারা নতুন কোনো মামলা দায়ের করতে পারবেন না।

(ঊষার আলো-এফএসপি)