UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসম্মত সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়তে সকলের সহযোগিতা দরকার : সিটি মেয়র

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে স্বাস্থ্যসম্মত সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা দরকার। নগরীতে দায়িত্বশীল সকল স্বেচ্ছাবেসী সংগঠনসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ এগিয়ে আসলে মহানগরীকে স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করা অনেক সহজ হবে। তিনি বলেন, কেসিসি নগরীকে সুন্দরভাবে গড়ার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক নাগরিকের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টায় নগরীর শন্তিধাম মোড়সহ ২৩ নং ওয়ার্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা মেট্রোপলিটন লায়ন্স কাব এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে। সিটি মেয়র ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সিটি মেয়র আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের পাঁচটি শহরকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে যার মধ্যে খুলনা শহর অন্যতম। এ প্রচেষ্টা সফল করতে তিনি নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কেসিসি’র কাউন্সিলর আলহাজ্ব ইমাম হোসেন চৌধুরী ময়না, খুলনা মেট্রোপলিটন লায়ন্স কাবের চাটার্ড প্রেসিডেন্ট এ্যাড. শামিমা সুলতানা শীলু, সহ-সভাপতি এ্যাড. শফিউল আলম সুজন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান পলাশ, কোষাধ্য অধ্য মির্জা নূরুজ্জামান, সুন্দরবন লায়ন্স কাবের প্রেসিডেন্ট দিলারা নাসরিন, পয়গ্রাম কসবা লায়ন্স কাবের এডমিনিস্ট্রেটর রাখি জামান, লায়ন্স কাবের সদস্য কাজী এনায়েত কবীর ডনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অপরদিকে এমএসিপি প্রকল্পের আওতায় খুলনা মহানগরীতে আরবান ইপিআই বিষয়ক রিভিউ সভা সোমবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। টিকাদান কার্যক্রমকে আরো শক্তিশালী করা এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সমতায় উন্নীত করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

সভায় মহানগরী এলাকায় ইপিআই কর্মসূচীতে ৯৮ ভাগ ল্যমাত্রা অর্জিত হয়েছে এবং তা জাতীয় পর্যায়ের ল্যমাত্রার সমপর্যায়ে রয়েছে বলে অবহিত করা হয়। সিটি মেয়র ল্যমাত্রার হার শতভাগে উন্নীত করার জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সচিব মোঃ আজমুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেন, ইউনিসেফ এর হেলথ অফিসার ডা. এস এম নাজমুল আহসান, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম প্রমূখ সভায় বক্তৃতা করেন। কেসিসি’র স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জোন ইনচার্জবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।