UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া গর্বের বিষয় : খুলনা সিটি মেয়র

usharalo
মার্চ ২, ২০২১ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় মঙ্গলবার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে বয়রাস্থ খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ১৮ বছর বয়স হলে নিজের দায়িত্বে ভোটার হওয়া উচিত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া গর্বের বিষয়। দেশের সচেতন নাগরিক হিসেবে সকল ভোটারকে তাঁদের গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে নির্বাচনে ভোট প্রদান করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানে উৎসাহিত করা প্রয়োজন। এখন দেশে নির্ভুল ভোটার তালিকা রয়েছে। বর্তমানে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানের কোন প্রতিবন্ধকতা নেই।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাঃ আঃ ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সুবাস চন্দ্র সাহা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। অনুষ্ঠানে স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম। এসময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলাম সোহাগ, আজম খান কর্মাস কলেজের সহযোগী অধ্যাপক এসএম কবীর আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে কয়েকজন নতুন ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন খুলনা সিটি মেয়র । এর আগে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।