UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হাদিস পার্কে  বসন্ত উৎসব আজ

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ৩০টি সংগঠনের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি)। আব্বাসউদ্দীন একাডেমীর আয়োজনে মহানগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কে খুলনা বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।  বিকেল ৪ টায় সকল সংগঠনের সমবেত পরিবেশনা “ওরে গৃহবাসী খোল দ্বার খোল” গানের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়েছে।

আব্বাসউদ্দীন একাডেমী সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাচ্চু বলেন,  লোকসংস্কৃতি চর্চায় আব্বাসউদ্দীন একাডেমী অন্যতম সংগঠন হিসেবে সারা বাংলাদেশে পরিচিত একটি নাম। ইতিমধ্যে সংগঠনটি দেশ-বিদেশে তার কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে, সে ধারাবাহিকতায় এ বছর থেকে আব্বাসউদ্দীন একাডেমী আয়োজন করেছে বাংলার অন্যতম আনন্দ অনুষঙ্গ বসন্ত উৎসব। যা খুলনার সবচেয়ে বড় বসন্ত উৎসব।

 এ অনুষ্ঠানকে অধিক প্রানবন্ত করে তোলার লক্ষ্যে খুলনার বিশিষ্ট কবি-শিল্পী-সাহিত্যিক সাংস্কৃতিক ও সাংবাদিক ব্যক্তিত্বদের সমন্বয়ে একটি উদযাপন পর্ষদগঠন করা হয়েছে।

তিনি জানান, বসন্ত উৎসবে অংশগ্রহন করবে স্বপ্ন সারথী, বিজয় ৭১, জে এস সংগীত একাডেমি, ধ্রুপদী সাংস্কৃতিক একাডেমি, আবৃত্তি ইশকুল, দেশবাংলা একাডেমি, আনন্দলোক, শিশু একাডেমি, সপ্তসুর মিউজিক ক্লাব, উৎসব একাডেমি, নান্দিক একাডেমি, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, বিশ্ব ভরা প্রাণ,ছায়া বৃক্ষ, কৃষ্টিধারা একাডেমি, জ্ঞান বিকাশ সংগীত একাডেমি, সাহিত্য সংসদ একাডেমি, আরোহী বাউল একাডেমি, স্বরবিতান, আদি নৃত্যাঙ্গণ, মিত্র একাডেমি, নৃত্যবিহার, ব্যাতিক্রম একাডেমি, আব্বাসউদ্দীন একাডেমিসহ ৩০টি সংগঠন।