UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে মালিকের বাসভবনে অবস্থান

koushikkln
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীদের পাওনার হিসাব ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে প্রেরন ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধ সহ শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের সুগভীর ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার মালিক সফুরুন্নেসার খালিশপুরের বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।

এ সময় উপস্থিত ছিলেন হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ শেখ আকরাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির দিপু, কুদ্দুস খান,মিরা কাজী, খালিদ কাজী প্রমুখ।

অবস্থান কর্মসূচি থেকে শ্রমিক কর্মচারীরা তাদের সকল বকেয়া পাওনা শ্রম আইন অনুযায়ি পেতে পারে এ ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি,খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান এর আশু হস্তক্ষেপ কামনা করেন।