UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হ্রদের পানি সরতেই বেরিয়ে এল ৭০ বছর আগের গ্রাম

ঊষার আলো
জুন ২৬, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রায় ৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত এক গ্রাম। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় ইতালির টাইরোলে স্থানীয়দের মাধ্যে। নেটমাধ্যমেও বিষয়টি বেপক ছড়িয়ে পড়ে। অনেকেই গ্রামটির ছবিও শেয়ার করেন।

জানা যায়, রেসচেন পাসের কাছেই আছে লেক রেসিয়া। সেখানে হ্রদ থেকে পানি বের করা হচ্ছিল। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নিচে ডুবে থাকা আস্ত গ্রামটি। গ্রামটির নাম কিউরন প্রায় একশো পরিবারের বসবাস ছিল ওই গ্রামে।

১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরীর সময় বন্যায় গ্রামটি পানিতে তলিয়ে যায়। পাশাপাশি দুটো হ্রদকে একসাথে জুড়ে দেওয়ার কারণে কিউরন গ্রামটি পানিতে তলিয়ে যায়। গ্রামের বাসিন্দারা তখন গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। সেই থেকেই গ্রামটি হ্রদের নিচে সকলের অগোচরে ছিল।

(ঊষার আলো-এফএসপি)