UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে কনে!

ঊষার আলো
আগস্ট ১, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারা বিশ্বরই আজ মহামারি করোনা ভাইরাসের ফলে পালন করতে হচ্ছে সামাজিক দুরত্ব। সে ক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান তো দূরে থাক। তবে তা আসলে সবার জন্য না।

সম্প্রতি পাকিস্তানের এক বিয়ের ভিডিও দেখলে অবাকই হতে হয়। কারণ সেখানে দেখা যাচ্ছে ১০০ কেজি ওজনের একটি লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসে আছেন কনে। যার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বিশেষ সময় লাগেনি।

ভিডিওটি দেখে সবারই একটি প্রশ্ন, এত ভারি ও বড় লেহেঙ্গা কী করে সামলালেন ওই কনে? কারণ ১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরা কোনোভাবেই সাধারণ একটি বিষয় নয়। বিয়ের আসরে আসা অতিথিরাও অবাক হয়েছেন কনের এমন কাণ্ড দেখে।

বিয়েতে আসা অতিথিরা প্রত্যেকেই জানায়, এমন বিশাল লেহেঙ্গা তারা আগে কখনো দেখেননি। আর শুধু ওজনে বেশি কিংবা বিশাল আকৃতির জন্য নয়, লেহেঙ্গাটি দেখতেও অত্যন্ত সুন্দর। লেহেঙ্গাটি হাতের সেলাইয়ের কাজে ঝলমল করছিল৷

বলাই বাহুল্য যে, ওই বিয়েতে সকলে কনের চেয়ে তার লেহেঙ্গা দেখতেই বেশি ব্যস্ত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)